নাঙ্গলকোট প্রতিনিধি-নাঙ্গলকোটে সিসিএসডিপির আয়োজনে মায়ের হাসি এন জেন্ডার হেলথের সহযোগীতায় ইসলামের আলোকে পরিবার পরিকল্পনা ও মা শিশু স্বাস্থ পরিচর্যা বিষয়ক অবহিত করণ সভা গতকাল সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিতহ হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিত করণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচারক ডা. ইলিয়াছ, সহকারী পরিচালক ডা. জাহাঙ্গীর আলম, ইসলামী ফাউন্ডেশনের সহকারি পরিচালক শাহ্ মোহাম্মদ নজরুল। বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল হক, সহকারী কর্মকর্তা শম্ভু চন্দ্র দেব, প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা,সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা সাদেকুর রহমান, এনজেন্ডার হেলথ বাংলাদেশ প্রতিনিধি আবদুল কাউয়ুম,স্বাস্থ্য সহকারি কাজী সাইফুল ইসলাম প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগন অংশ গ্রহণ করে।