
সাইফুল ইসলাম:- নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গত শনিবার বাংলা নববর্ষ-১৪২৫ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা ইলিশের আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডাঃ একেএম কামারুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেব, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি জয়নাল আবেদীন, নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল খায়ের আবু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শম্ভু চন্দ্র দেব, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান প্রমুখ। র্যালিতে ছাত্র-ছাত্রীরা বাঙ্গালীর বিভিন্ন ঐতিহ্য তুলে ধরেন।
দিনব্যাপি নাঙ্গলকোট এ আর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। এসময় উপস্থিত ছিলেন-নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, পল্লী বিদ্যুৎ সমিতি পরিচালক ফজলূল হক মজুমদার, উপজেলা ছাত্রদল সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন প্রমুখ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে পান্তা ইলিশের আয়োজন করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বর্ষবরণ উৎসব পালিত হয়। বর্ষবরণকে ঘিরে উপজেলার সর্বত্র উৎসবের আমেজ পরিলক্ষিত হয়।