নাঙ্গলকোট প্রতিনিধি
বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) স্ট্যাটাস থেকে উত্তরণে বিশেষ স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল মঙ্গলবার বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব দাস দেবের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা। বক্তব্য রাখেন নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, সাংবাদিক বেলাল হোসেন প্রমুখ। এর আগে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাকর্মচারীরা অংশগ্রহণ করে। উপজেলা স্বাস্থ্য বিভাগ এ উপলক্ষে আগামী ২৫মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচী পালন করবে।