মো: কামাল হোসেন জনি:
চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম, ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের উদ্যোগে গতকাল বুধবার কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে কৃষক-কৃষানীদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো: সাইফুল হাছান আলামীন এর সঞ্চালনায় এতে প্রশিক্ষক ছিলেন, কুমিল্লা জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শাহিনুল ইসলাম ও জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো: ইউছুফ ভূঁইয়া। প্রশিক্ষণ শেষে উপজেলার বিভিন্ন গ্রামের ৬০ কৃষক-কৃষানীদের মাঝে প্রতি জনকে ৬০ কেজি সার, ১০ কেজি বীজ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।
Please follow and like us: