
নাঙ্গলকোট প্রতিনিধি:- নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গতকাল বৃহষ্পতিবার ছাত্রলীগের গৌরবজ্জ্বল ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুনের সঞ্চালনায় রেল স্টেশন কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ডাঃ এ কে এম কামারুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এম এ করিম মজুমদার, উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক উপাধ্যক্ষ নুরুল্লা মজুমদার, বটতলী ইউনিয়ন চেয়ারম্যান এন কে এম সিরাজুল আলম, পৌর আওয়ামীলীগ সাবেক সভাপতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী প্রচারলীগের সাধারন সম্পাদক ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মজিবুল হক বাদল, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আলম। বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি মহিন উদ্দিন, মাসুদ আলম মিয়াজী, সবুজ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, আবদুস সাত্তার, ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, আবু ইসহাক, আবদুল কাইয়ুম মাসুদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক আবদুল জলিল, হাছান মেমোরিয়াল ডিগ্রী কলেজ ছাত্রলীগ সভাপতি ওবায়দুল হক, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, ছাত্রলীগ নেতা শিমুল, পারভেজ, রুবেল, মাছুম, মোস্তফা কামাল, মহিন উদ্দিন, সাইফুল, ইয়াহিয়া, অভি, রুবেল, শাহনেওয়াজ, রিপন, মনির, বেলাল, বাকের প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা সদরে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। আলোচনা সভা শেষ কেক কেটে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।