
নাঙ্গলকোট প্রতিনিধিঃ- নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের উপর হামলার ঘটনায় নাঙ্গলকোট থানায় মামলা হয়েছে। এজাহার নামীয় ৩জনসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। গত রবিবার বেলা ২টায় নাঙ্গলকোট পৌরসভা সদরের দ্বীন মোহাম্মদ রেস্তোরায় হেলমেটপরিহিত ও মুখোশধারী ১০/১১জনের সশস্ত্র দুর্বৃত্তরা উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মাথায়, দুই হাত এবং পায়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
নাঙ্গলকোট থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব বলেন-উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের উপর হামলার ঘটনায় এজাহার নামীয় ৩জনসহ অজ্ঞাতনামা ৫/৬জনকে আসামী করে থানায় হত্যার চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের স্বার্থে বাদী এবং আসামীর নাম প্রকাশ করা যাচ্ছে না। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।