মাইন উদ্দিন দুলাল-
নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়ন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ্ সম্মেলন, ওয়াজ ও দোয়ার মাহফিল গত মঙ্গলবার ঢালুয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে প্রধান মেহমান ছিলেন “ছারছীনা শরীফের হযরত পীর সাহেব ক্বেবলা আমীরে হিযবুল্লাহ্, মুজাদ্দিদে জামান, কুতুবুল আ’লম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেবুল্লাহ (মা:জি:আ:)”। বিশেষ ওয়ায়েজিন ছিলেন ছারছীনা আলীয়া মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপ্যাল হযরত মাওলানা মোস্তফা হামীদি, অধ্যক্ষ আবুল খায়ের, হাফেজ বোরহান উদ্দিন সালেহী। বক্তব্য রাখেন নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক, ঢালুয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হাছান ভূঁইয়া বাছির।