নাঙ্গলকোট প্রতিনিধি-
নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বাকিহাটি জামে মসজিদ ও গ্রামবাসির উদ্যোগে বাকিহাটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজ শনিবার বিশাল তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। রুহুল আমীন ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান মুফাস্সির হিসেবে তাফসীর পেশ করবেন আলহাজ্ব হযরত মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদি, ঢাকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক, আজিয়ারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু বকর ছিদ্দিক, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আবুল হোসেন।