বারী উদ্দিন আহমেদ বাবর:- ‘উন্নয়নের রোড মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার নাঙ্গলকোটে উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে উৎসবমূখর পরিবেশে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৮ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সামছুদ্দীন কালু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো. রফিকুল হোসেন, সদস্য সচিব আলহাজ্ব অধ্যক্ষ আবু ইউছুফ, যুগ্ম-আহবায়ক ও মৌকারা ইউপির চেয়ারম্যান আবু তাহের, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের আবু। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহজাহানের উপস্থাপনায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন আদ্রা দক্ষিণ ইউপির চেয়ারম্যান আবদুল ওহাব, জোড্ডা পশ্চিম ইউপির চেয়ারম্যান মাসুদ রানা ভূঁইয়া ও উপজেলা কৃষি অফিসার সাইফুল হাসান আল-আমিন প্রমূখ। পরে উন্নয়ন মেলার স্টলগুলো ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. সামছুদ্দীন কালু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দাউদ হোসেন চৌধুরীসহ সকল বিভাগীয় কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।