
নাঙ্গলকোট প্রতিনিধি:- নাঙ্গলকোট উপজেলার শংকরপুর দারুচ্ছুন্নাত নেছারিয়া ওয়ালিয়া হাফেজিয়া দীনিয়া মাদ্রাসা ও এতিমখানা ও যুব সমাজের উদ্যোগে আগামী ২১ ফেব্রুয়ারী থেকে ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত তিন দিন ব্যাপি ঈছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন-ফুরফুরার বিশিষ্ট খলিফা, ৪ তরিকার কামেল মোকাম্মেল পীর শাহ ছুফী হযরত মাওলানা মুহাঃ মহিব্বুল ইসলাম চৌধুরী (মাঃজিঃআঃ), পীর সাহেব সিরাজিয়া দরবার শরীফ, ফেনী। উক্ত মাহফিলে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম পীর মাশায়েকে এজাম তাসরীফ আনবেন। উক্ত মাহফিল পরিচালনা করবেন-হাফেজ মাওলানা তারারক উল্লাহ রেদোয়ান হোসেন আলক্বাদরী।