নাঙ্গলকোট প্রতিনিধি-নাঙ্গলকোটের পেড়িয়া ও হেসাখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন গতকাল সোমবার চেয়ারম্যান পদে ১১জন, সাধারণ সদস্য পদে ৮৯জন ও সংরক্ষিত সদস্য পদে ১৯জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পেড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন-হুমায়ুন কবির মজুমদার (আ‘লীগ), অ্যাডভোকেট আবুল বাশার (বি এন পি), সহিদ উল্লাহ মিয়াজি (স্বতন্ত্র), মোস্তাক আহম্মদ (আওয়ামী লীগ বিদ্রোহী), শাহআলম (বি এন পি বিদ্রোহী), আবুল কাশেম (স্বতন্ত্র), আলম (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৫১জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
হেসাখাল ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-জালাল আহম্মদ (আ‘লীগ), জাহাঙ্গীর আলম (বি এন পি), আবুল কালাম (স্বতন্ত্র), এয়াকুব (স্বতন্ত্র)। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৮জন এবং সংরক্ষিত সদস্য পদে ৮জন মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামী ১১ ও ১২ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাাহর ১৯ মে এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ৪জুন।