উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এই স্লোগানে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার দুর্নীতি রিরোধী র্যালী, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি অধ্যক্ষ কাজী রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ দেবাশীষ চৌধুরী, উপজেলা সমবায় অফিসার জামাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামিমা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ-সভাপতি আব্দুল মান্নান, নাঙ্গলকোট প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য মাঈন উদ্দিন দুলাল, সদস্য গিয়াস উদ্দিন, ভূঁইয়া মোহাম্মদ আবুল কাশেম, নিজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।