তাজুল ইসলাম-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউপির বড়কালি গ্রামের আলা উদ্দিনের মুদি দোকানে গতকাল রবিবার বিদ্যুতের শকসাকির্টের কারনে অগ্নিকান্ডে দোকান ঘর পুড়ে যায়। এতে ক্ষতি হয়েছে অন্তত ২৫ লক্ষাধিক টাকার মালামাল।
বড়কালি গ্রামের মাস্টার রফিকুল ইসলাম নয়া আলো”কে জানান, সকালে আলা উদ্দিনের দোকানে বিদ্যুতের শকসার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এতে দোকানে রক্ষিত গ্যাস সিলিন্ডারটি বিষ্ফোরিত হয়ে দোকান ঘরে আগুন ধরে যায়। বিদ্যুৎ লাইন চালু থাকায় মুহুত্বের মধ্যে মালামালসহ ঘরটি পুড়ে যায়। অগ্নিকান্ডে ঘর ও মালামাল সহ অন্তত ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আলাউদ্দিন জানান।