কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের মুরগাঁও গ্রামের মৃত ফয়েজ আহম্মেদের স্ত্রী মনোয়ারা বেগমের বাড়ি-ঘর ভাংচুর করেছে একই গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে গিয়াস উদ্দিন, মফিজ ও তাদের পরিবারের লোকজন। এসময় সন্ত্রাসী হামলায় ৩ জন আহত হয়েছে আহতরা হলেন একই গ্রামের মিজানুর রহমান তার স্ত্রী হাজেরা বেগম ১৮ মাসের শিশু। গত ৩ জানুয়ারী, ৪ জানুয়ারী, ১১ জানুয়ারী মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। ১১ জানুয়ারী আদালতে মামলা দায়ের করেন। ১৬ জানুয়ারী রবিবার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করে
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম সোমবার তার নিজের জায়গায় একটি রান্না ঘর নির্মাণ করতে গেলে গিয়াস উদ্দিন ও মফিজ মনোয়ারা বেগমের রান্না ঘর এবং বসতঘর ভাংচুর করে। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মনোয়ারা বেগমের মেয়ে হাজেরা বেগম ও তার জামাতা মিজানুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় হাজেরা বেগমের স্বর্ণের চেইন রান্না ঘরের খুটি ও টিন নিজে যায় মফিজুর রহমান ও জসিম উদ্দিন। গত মঙ্গলবার পুনবায় মনোয়ারা বেগমের রান্নাঘর ও রান্নাঘরের আসবাপত্র ভাংচুর করে। এনিয়ে মনোয়ারা বেগমের মেয়ে হাজেরা বেগম থানায় লিখিত অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে পঙ্গু মনোয়ারা বেগমের সম্পত্তি, পুকুরের মাছ মফিজুর রহমান ও গিয়াস জোর পূর্বক ভোগ দখল করে আসছে। এই ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হারুনুরশিদ বলেন, উভয়পক্ষ আদালতে মামলা করেছে, আদালত যে রায় দেয় তাই মেনে নিতে হবে।
Please follow and like us: