১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে পরকীয়ার অপবাদ দিয়ে প্রবাসীর স্ত্রীকে  পিটিয়ে হত্যার অভিযোগ

কেফায়েত উল্লাহ মিয়াজী, স্টাফ করেসপন্ডেন্ট,নাঙ্গলকোট, কুমিল্লা ।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০২৫, ২১:১৮ | 609 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে  ফরিদা বেগম (২৪) নামে  এক প্রবাসীর স্ত্রীকে পরকীয়ার অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার পর আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে দেবর মোশারফ হোসেন, বাসুর মোস্তফা ও শ্বাশুড়ি জমিলা বেগমের বিরুদ্ধে। মঙ্গলবার উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের কালাচৌ গ্রামের বড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে। ফরিদা ওই গ্রামের দুবাই প্রবাসী সারোয়ার আলমের স্ত্রী ও জোড্ডা পুর্ব ইউনিয়ন পানকরা গ্রামের হেদায়েত উল্লাহর মেয়ে। ফরিদার ফয়সাল(৭) ও ফাইজা(৩) নামে দুটি সন্তান রয়েছে। এ ঘটনায় শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহত ফরিদার সাত বছরের ছেলে ফয়সাল বলেন, “সকালে দাদু, জেঠা আর কাকা মাকে মারছিল। পরে হাসপাতালে নিয়ে যায়। এরপর থেকে  আর মাকে দেখি না।
স্থানীয়রা জানান, ফরিদাকে পরকীয়ার অপবাদ দিয়ে তার শ্বশুর বাড়ির লোকজন এলোপাতাড়ি মারধর করেন। পরে শ্বশুর বাড়ির লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি ঔষধের ফার্মেসিতে নেওয়া হলে জনৈক পল্লী চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ফরিদার মা সাহিদা বেগম বলেন,তার মেয়ের জামাতা সরোয়ার আলমের সাথে জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে ফরিদার দেবর মোশারফ হোসেন, বাসুর মোস্তফা ও শ্বাশুড়ি জমিলা বেগমের সঙ্গে বিরোধ চলে আসছে। এর জের ধরে ফরিদা তাদের হাতে প্রায় সময় মারধরের শিকার হতেন।  মঙ্গলবার সকাল ৭টার দিকে মেয়ে ফোন করে বলে মা আমাকে নিয়ে যান, ওরা আমাকে মেরে ফেলবে। এরপর জানতে পারেন ফরিদা আর নেই। এ হত্যার বিচার চাই।
পরে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে এনে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অপপ্রচার চালায়।
এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদেরকে না পাওয়ায়  বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নাঙ্গলকোট  থানা অফিসার ইনচার্জ  একে ফজলুল হক বলেন, খবর পেয়ে  ঘটনাস্থল থেকে নিহতের  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর কারন জানা যাবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET