সাইফুল ইসলামঃ- নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের খোশারপাড় গ্রামে পানিতে ডুবে এক ভাইয়ের মৃত্যু ও অপর ভাইকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গতকাল রোববার বেলা আনুমানিক সাড়ে ১১টায় পরিবারের সবার অজান্তে বাড়ীর পাশের পুকুরে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আল আমিন (৫) ওই গ্রামের আলমগীর হোসেনের একমাত্র পুত্র ও পানিতে ডুবে যাওয়া অপর শিশু মো: মামুন (৬) নিহত শিশুর জেঠা দুলাল মিয়ার পুত্র।
জানা যায়, উপজেলার পেড়িয়া ইউনিয়নের খোশারপাড় গ্রামের গাজী বাড়ীর মালেশিয়া প্রবাসী দুলাল মিয়ার পুত্র মো: মামুন মিয়া (৬) ও দুলালের আপন ছোট ভাই আলমগীর হোসেনের পুত্র আল আমিন বাড়ীর পাশের পুকুর পাড়ে খেলা করতে যায়। খেলার পর শিশু দুটি সবার অজান্তে পুকুরে নেমে ডুবে যায়। কিছুক্ষণ শিশু গুলোকে খোঁজে না পেয়ে পুকুর পাড়ে গেলে পরিবারের লোকজন মামুনকে পানিতে বাসতে দেখে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং একই পুকুরে গ্রামবাসীসহ আল আমিনকে খোঁজা শুরু করলে কিছুক্ষণ পর তাকেও পাওয়া যায়। পরে দুজনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে বেঁচে যাওয়া মামুন ওই হাসপাতালে ভর্তি রয়েছে। শিশু আল আমিনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।