৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




নাঙ্গলকোটে প্রেমিক যুগলের মৃত্যুর চেষ্টা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ০৬ ২০২১, ১০:৫৫ | 769 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটে কিশোর প্রেমিক যুগলের মৃত্যুর চেষ্টায় ব্যার্থ হয়ে মূষূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে এ আত্মহত্যা চেষ্টার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নাগর গ্রামের কুয়েত প্রবাসী মাঈন উদ্দিনের মেয়ে ঝুমুর আক্তার (১৬), মক্রবপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী। একই ক্লাসের সহপাঠী পাশ্ববর্তী লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের নাওটি গ্রামের এছহাক মিয়ার ছেলে আদিল হোসেন (১৬) এর সাথে ২ বছর যাবৎ প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সূত্র ধরে শুক্রবার রাতে ঝুমুরের বাড়ীতে কেউ না থাকার সুযোগে আদিল প্রেমিকার সাথে দেখা করতে যায়। রাত ১১ টার দিকে বাড়ির অন্য পরিবারের লোকজন তাদের ঘরে পুরুষ কন্ঠের আওয়াজ শুনে সন্দেহ করে ঝুমুরকে দরজা খুলতে বললে সে দরজা খুলতে অস্বীকৃতি জানায়। বাড়ীর লোকজনের শোর চিৎকার করলে গ্রামের লোকজন ঝুমুরদের বাড়িতে এসে জড়ো হয়। এ অবস্থায় আদিল ও ঝুমুর লোক লজ্জার ভয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিঁয়ে আতœহত্যার চেষ্টা করে না পেরে টেবিলে থাকা কাঁচের গøাস ভেঙ্গে নিজেদের গলায় আঘাত করে দ্বিতীয় বার আতœহত্যার চেষ্টা করে। এসময় বাড়ির লোকজন দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে রাতে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করে দেয়। দু’জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আ স ম আব্দুর নূর বলেন, আমি এ ব্যাপারে অবগত নই। আপনাদের মাধ্যমে জেনেছি, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET