ইমরান হোসেন সোহান:- নাঙ্গলকোটে বর্ণাঢ্য আয়োজনে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। গতকাল সোমবার নাঙ্গলকোট এ আর উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে উৎসবের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী।
নাঙ্গলকোট এ আর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল খায়ের আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ, উপজেলা শিক্ষা অফিসার আল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহ আলম, সাবেক মেয়র মনিরুজ্জামান, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা। বক্তব্য রাখেন বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আবদুল হক, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ। এছাড়া নাঙ্গলকোট হলি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বই তুলে দেন। তাছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করে।