
নাঙ্গলকোট প্রতিনিধি:- নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে গতকাল বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগ সভাপতি এ কে এম মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ আহবায়ক রফিকুল হোসেন চেয়ারম্যান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুফ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক অধ্যক্ষ জাকের হোসেন, সদস্য সচিব ইলিয়াছ মিয়া শাহীন, উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শিরীন সিরাজ। বক্তব্য রাখেন উপজেলা মহিলা আওয়ামীলীগ নেতা সুলতানা ইয়াছমিন, পৌরসভা মহিলা আওয়ামীলীগ সভাপতি কল্পনা মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী মহিলা যুবলীগ যুগ্ম আহবায়ক কাউন্সিলর খুরশিদা আক্তার, উপজেলা শ্রমিকলীগ সিনিয়র সহ-সভাপতি আলী নোয়াব, দৌলখাঁড় ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ডাঃ ইকবাল প্রমুখ। অনুষ্ঠান শেষে বিএনপি থেকে দৌলখাঁড় ইউনিয়নের পাইকোট গ্রামের কুয়েত প্রবাসী জসিম উদ্দিনসহ কয়েকজন নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।