নাঙ্গলকোট প্রতিনিধি-
কুমিল্লার নাঙ্গলকোটে বাবা-মামার সাথে নানার বাড়ি যাওয়া হয়নি দুই বছরের শিশু ফাহাদের। বেপরোয়া গতির ইটের কংকর ভর্তি ট্রাকটরের চাপায় প্রাণ গেল শিশু ফাহাদের। এসময় তার বোন মারিয়া আক্তার (৪) আহত হয়। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় নাঙ্গলকোটের বাঙ্গড্ডা-হাসানপুর সড়কের মাহিনী ছগরিপাড়া নামক স্থানে। সে উপজেলার পেড়িয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাসুদের ছেলে। এলাকাবাসী ঘাতক ট্রাকটর ড্রাইভার কেফায়েত উল্লাহকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। কেফায়েত উল্লাহ পাশ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার ছাতিয়ানি গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পেড়িয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাসুদ এবং তার স্ত্রী জোলেখা বেগম গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় সাইকেলে করে হেঁটে ছেলে ফাহাদ এবং মেয়ে মারিয়া আক্তারকে নিয়ে শ্বশুর বাড়ি পাশ্ববর্তী রায়কোট ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে যাচ্ছিলেন। এসময় বাঙ্গড্ডা-হাসানপুর সড়কের মাহিনী ছগরিপাড়া নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়াগতির ইটের কংকর ভর্তি ট্রাকটর মাসুদের সাইকেলকে চাপা দেয়। এক পর্যায়ে ফাহাদ সাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে অতিরিক্ত রক্ত ক্ষরণে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শিশু ফাহাদের অকাল মৃত্যুতে তার মা-বাবা সহ আত্মীয়স্বজন শোকে মুহ্যমান। নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম পি পি এম বলেন- হাসপাতাল থেকে লাশ থানায় আনা হয়েছে। স্থানীয় গ্রামবাসীর চাহিদা মোতাবেক লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে প্রদান করা হয়েছে। এব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।