৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে বিএনপি নেতা সাবেক মেম্বার রফিকুল ইসলামের ইন্তেকাল




নাঙ্গলকোটে বিএনপি নেতা সাবেক মেম্বার রফিকুল ইসলামের ইন্তেকাল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : জুন ২২ ২০২৪, ০০:১৪ | 638 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদস্য, সাবেক সেনা কর্মকর্তা ও পেরিয়া ইউনিয়ন পরিষদ সদস্য রফিকুল ইসলাম (৭২) আর নেই। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন থেকে শুক্রবার রাত পৌনে ১টায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্র ও ২কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রফিকুল ইসলাম মেম্বারের জানাজায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত, পেরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হামিদ, সাবেক চেয়ারম্যান এনায়েত উল্লাহ মজুমদার, এ বি এম আবুল কাশেম, সাংবাদিক শহীদ উল্লাহ মিয়াজী, হুমায়ুন কবির মজুমদার, মক্রবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, তিলিপ দরবারের পীর মাওলানা রুহুল আমিন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ সদস্য মিজানুর রহমান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা জামায়াত নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত আমীর মাওলানা এস এম মহি উদ্দিন, সেক্রেটারি হারুনুর রশিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, বিএনপি নেতা সায়েম মজুমদার শিপু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজী, পেরিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি এডভোকেট আবুল বাশার, পেরিয়া ইউনিয়ন জামায়াত সভাপতি অধ্যাপক মাওলানা আহাম্মদ উল্লাহ নোমান, সাবেক সভাপতি অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম মজুমদার, জিয়াউল হক জিয়া, সাবেক সেক্রেটারি মোবারক হোসেন, মরহুম রফিকুল ইসলামের বড় ছেলে বিএনপি নেতা মঈনুল হোসেন লিটন প্রমূখ।

জানাজায় ইমাম ছিলেন মরহুমের ছোট ছেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেরিয়া ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম সুমন।

জানাজায় বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET