
মো:আব্দুর রহিম বাবলু,কুমিল্লা প্রতিনিধি:- “নের্তৃত্ব চাই যক্ষা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” এই ¯স্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা সাস্থ্য বিভাগের আয়োজনে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে এসে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
আলোচনা সভায় সাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা: দেব দাস দেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি এই এইচ এম আবুল খায়ের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেস ক্লাব সহ-সভাপতি মো: কামাল হোসেন জনি, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক বেলাল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মো: ওমর ফারুক।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সাস্থ্য বিষয়ক কর্মকর্তা ডা: দেব দাস দেব, ডা: খায়ের মাহমুদ সোবহান অনিক, ডা: জহির উদ্দিন বাবর, প্রাধন সহকারী কাম হিসাব রক্ষক জাহাঙ্গীর আলম প্রমূখ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “যক্ষা নিয়ে ভয় নয়, চিকিৎসায় যক্ষা ভালো হয়। দুই সাপ্তাহ বেশি কাশি থাকলে বিনা মূল্যে সাস্থ্য কমপ্লেক্সে এসে কফ পরীক্ষা করতে হবে। শরীরের ওজন কমে গেছে কিনা তা পরীক্ষা করতে হবে। গর্ভবতী মায়েদের টিকাসহ বিভিন্ন সেবা বিনামূল্যে গ্রহণ করেছে সরকার।”