
নাঙ্গলকোট প্রতিনিধি-
“সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্রই” এ শ্লোগানকে সামনে রেখে
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল শনিবার বিশ্ব স্বাস্থ্য
দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্বাস্থ্য বিষয়ের উপর
নির্মিত বিশেষ গান ও স্বাস্থ্য বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। উপজেলা
নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডাঃ দেব দাস দেবের নেতৃত্বে র্যালিটি নাঙ্গলকোট পৌর বাজারের
প্রধান- প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেব দাস দেবের
সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় প্রধান
অতিথির বক্তৃতা করেন, নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন
চৌধূরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ জাহাঙ্গীর আলম,
ডাঃ খায়ের মোঃ সোবহান অনিক, ডাঃ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, ডাঃ লতিফা
আক্তার লতা, ডাঃ মোঃ শওকত আলী, ডাঃ খাতুনে জান্নাত, ডাঃ নাজমুল হাছান,
নাঙ্গলকোট প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, সাংবাদিক রতন
মজুমদার ও বারী উদ্দিন আহমেদ বাবর। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
কর্মকর্তা, নার্স, কমিউনিটি হেলথ প্রোভাইডার, স্বাস্থ্য সহকারি ও
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।