নাঙ্গলকোট প্রতিনিধি- নাঙ্গলকোট পৌরসভার বাতুপাড়া উত্তর পাড়ায় মৃত ইদ্রিছ মিয়ার ছেলে
আবদুল জলিল ও খোরশেদের টিনশেড বসতঘরে গত সোমবার গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে আবদুল জলিল ও খোরশেদের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এসময় মৃত ইদ্রিছ মিয়ার স্ত্রী রেজিয়া বেগম (৮০) আহত হন। এলাকাবাসির সহযোগিতায় অগুণ নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে বসত ঘর, আসবাবপত্র, ইলেকট্রনিক্স মালামাল, ধানের মেশিন, গবাদিপশু সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্ত আবদুল জলিল ও খোরশেদ জানান। বর্তমানে ক্ষতিগ্রস্ত হত-দরিদ্র পরিবারটি খোলা আকাশের নিচে অবস্থান করছে। নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।