মো: কামাল হোসেন জনি:
কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ী হল, কক্সবাজার রামু উপজেলার মন্ডলপাড়া গ্রামের মৃত. মীর হোসেন ওরউপে উল্লাহ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার মক্রবপুর ইউপির মক্রবপুর মধ্যপাড়া গ্রামের মৃত. রুহুল আমিনের ছেলে মিজানের বাড়িতে ইয়াবা বিক্রি কালে নাঙ্গলকোট থানার এসআই ইসমাইল ও এএসআই আব্দুর রহিম মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম গ্রেফতার করে। এ সময় আরেক মাদক ব্যবসায়ী মিজান পালিয়ে যায়। গ্রেফতারকৃত জাহাঙ্গীরের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ও ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
Please follow and like us: