
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দায়েমছাতি বাজার জেবিএম মডেল মহিলা দাখিল মাদরাসায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ৪টার দিকে এ আগুনের ঘটনা ঘটে বলে নাঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল হালিম দুলাল।
মাদরাসা পরিচালক আব্দুল হালিম দুলাল বলেন, শনিবার সকালে এসে মাদরাসায় দেখতে পাই অফিসের গুরুত্বপূর্ণ কাগজ আসবাবপত্র আগুনে পুড়ে ছাঁই হয়ে রয়েছে। পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের বিষয়টি জানাই। আগুনের ঘটনায় প্রতিষ্ঠানের প্রায় ১লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আগুনের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ এলাকাবাসী। তারা এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং প্রকৃত দোষীদের খুঁজে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবী করেন।
এ বিষয়ে নাঙ্গলকোট থানা পুলিশ উপ-পরিদর্শক আশ্রাফ আলী বলেন, আগুন লাগার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদরাসা পরিচালক। বাদির অভিযোগের ভিত্তিতে সন্দেহ কারীকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রকৃত অপরাধীকে ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।