নাঙ্গলকোট প্রতিনিধি-
নাঙ্গলকোটে মানসম্মত শিক্ষার উন্নয়নে কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জমান কল্লোল গতকাল বুধবার ধাতিশ্বর আহম্মেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজ শিক্ষক ও অভিভাবকদের সাথে স্কাইপির মাধ্যমে ভিডিও কনফারেন্সে সোস্যাল মিডিয়া সংলাপে মিলিত হন। জেলা প্রশাসক মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে আহম্মেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজের শিক্ষক, কমিটি ও অভিভাবকদের সাথে কথা বলেছেন। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ, সহকারি কমিশনার (ভুমি) জামিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোনাজের রশিদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মাহবুবুর রহমান, সহকারি উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সাবেক ডিসি ফুড নুরুজ্জামান, নাঙ্গলকোট কারিগরি ও বাণিজ্য কলেজ অধ্যক্ষ সায়েম মাহবুব, নাঙ্গলকোট প্রেস ক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন দুলাল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহরাব হোসেন, বিদ্যালয়ের পরিচলনা কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ সহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক চলতি এস এস সি পরীক্ষায় নাঙ্গলকোটে ফলাফল বিপর্যয়ে হতাশ ও ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। ফলাফল বিপর্যয়ের মাঝেও ধাতিশ্বর আহম্মেদ দেলোয়ারা স্কুল এন্ড কলেজের ভালো ফলাফলে তিনি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়া তিনি উপজেলা নির্বাহী অফিসারকে স্কুলটিতে মাল্টি মিডিয়া ক্লাশ রুম দ্রুত চালু করে রিপোর্ট দেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।