বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের উদ্যোগে কর্মী সভা ও উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের দাবিতে বিক্ষোভ মিছিল শনিবার বিকেলে স্থানীয় মান্নারা বাজারে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদল আহবায়ক মনিরুল ইসলাম মনির।
উপজেলা যুবদল সদস্য ইউসুফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদল সদস্য সচিব কামরুজ্জামান টিটু, যুগ্ম আহবায়ক আব্দুল মমিন, অহিদুর রহমান, হারুন অর রশিদ, কাজী ফয়সাল, সদস্য আবু হানিফ, হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদল সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, শাহজাহানপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পারভেজ ভুঁইয়া,ঢালুয়া ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি এম কে আলম খোকন,ইউনিয়ন যুবদল নেতা জিয়াউর রহমান, মামুনুর রশীদ ভূঁইয়া, কামাল হোসেন, কামরুল ইসলাম, ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা নিশাদ মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল সদস্য, মীর আহমেদ মিঠু, শহীদ ভূঁইয়া, ওয়াসিম, মনির মজুমদার, ডা.শাহজাহান, ইলিয়াছ মজুমদার, শাখাওয়াত সুজন, মকবুল আহমেদ, নাসির উদ্দিন, জাকির হোসেন চুট্টু, মনির হোসেন সিফাত, ইয়াসিন হাজারী, ফারভেজ সিরাজী, জাকির হোসেন মেম্বার, ছাত্রদল নেতা স্বপন ফরায়েজী, আপন আহমেদ রাজু, ফরহাদ চৌধুরী, গাজী ফরহাদ, জামাল হোসেন, ফরহাদ আহমেদ, তামীম আহমেদ, অপু প্রমুখ।
সভা শেষে উপজেলা পরিষদ নির্বাচন বর্জনের দাবিতে গণসংযোগ ও বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।
Please follow and like us: