
কুমিল্লা থেকে বারী উদ্দিন আহমেদ বাবর ॥
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা ইউনিয়নের এক রিক্সা চালকের জমি দখলের পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। এর প্রতিকার চেড়েও সুবিচার পাচ্ছেন না তিনি।
জানাগেছে, উপজেলার দক্ষিণ মান্দ্রা গ্রামের আবদুল আজিজের ছেলে আবদুল মান্নান পেশায় একজন রিক্সা চালক। পরিবার পরিজন নিয়ে কোনভাবে জীবনযাপন করছেন তিনি। মান্দ্রা মৌজার সাবেক ৪৮৬ ও হালে ৭৫৭ নং দাগে ৫শতক জমি আরএস খতিয়ানে স্যুট (মালিকহীন) দেখানো হয়। পরবর্তীতে বর্তমান বিএস খতিয়ানের পরিমাপ চলাকালে ওই ৫শতক জমি ২৫৭,৩৪১,৩৫৩ নং দাগে তুলে নেয় গ্রামের আবদুল মাজেদের ছেলে খোরশেদ আলমসহ একটি প্রভাবশালী মহল। অথচ ওই জমির প্রকৃত খরিদার হিসেবে মালিক আবদুল মান্নান। দ্যুর্ত প্রকৃতির খোরশেদ মান্নানের এ ৫শতক জমিকে গ্রাস করতে ওই মৌজার ৭৫৬ নং দাগের ৭শতক জমিকে ১৩শতক দেখিয়ে বর্তমান নকশাভুক্ত করে জমিটি জবর দখল করে নেয়ার চেষ্টা করছেন তারা। মান্নান পেশায় একজন রিক্সা চালক। দরিদ্র মানুষ হওয়ায় কোন রকমে খেটে খেয়ে দিনাতিপাত করছেন তিনি। যেকারনে ওই জমিটুকু জবর দখলের হাত থেকে রক্ষা করতে পারছেন না তিনি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, বিএস খতিয়ান চলাকালে জরিপকারীরা তাদের মনগড়া মতো মাপ দিয়ে চলে যায়। যারফলে একজনের জমি আরেক জনের নামে খতিয়ানভুক্ত হয়েছে। কোন কোন ক্ষেত্রে দেখা যায় খতিয়ানের জমির পরিমানের সাথে নকশায় থাকা জমির পরিমান মিলছে না।
এ ব্যাপারে আবদুল মান্নান বলেন, আমি দরিদ্র মানুষ আপনাদের মাধ্যমে আমার জমিটা রক্ষার জন্য সকলের সহযোগিতা চাই।