নাঙ্গলকোট প্রতিনিধিঃ- নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন প্রভাত ফেরী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। সকালে উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু, উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন। পরে নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয় থেকে প্রভাত ফেরী শুরু হয়ে উপজেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার দাউদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ ভুঁইয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক আবুল খায়ের আবু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়া, সহকারি কমিশনার (ভুমি) আক্তারুজ্জামন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবদাস দেব, উপজেলা প্রকৌশলী জাবেদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।