নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে মনসুর আহমেদ (১০) শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মৌকারা ইউপির কালেম বেতাগাঁও গ্রামের ওমান প্রবাসী
মনু মিয়ার পুত্র তিলিপ দারুসসুন্নাত দ্বীনিয়া মাদ্রাসার ৩য় শেনীর ছাত্র মনসুর আহমেদকে গত শূক্রবার সন্ধার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। বিভিন্ন যায়গায় খোঁজা খুঁজির এক পর্যায়ে রাত ৯টার দিকে নিজ ঘরের ছাদের উপর কাপড় শুকানোর রশির সাথে অন্য একটি রশি পেছিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়। পরবর্তীতে থানা পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। শিশুর মৃত্যু হত্যা না আত্নহত্যা এ নিয়ে এলাকাবাসীর মনে রহস্যের সৃষ্টি হয়েছে।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম পিপিএম জানান, প্রাথমিক পর্য়ায়ে লাশ দেখে আত্নহত্যা বলে মনে হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।