
ইমরান হোসেন সোহান:
নাঙ্গলকোট উপজেলা ইসলামিক ফাউন্ডেশন অফিস আয়োজনে শেখ রাসেলের ৫২তম জন্ম দিবস উপলক্ষ্যে হামদ, নাত, গজল, কবিতা আবৃতি, জাতীয় পতাকা অংকন, জাতীয় সংঙ্গীত প্রতিযোগিতা, শিশু সমাবেশ ও আলোচনা সভা গতকাল মঙ্গল বার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছু উদ্দিন কালু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নাঙ্গলকোট পৌর মেয়র আবদুল মালেক, নাঙ্গলকোট উপজেলা শিক্ষা অফিসার নবীর উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের আবু। স্বাগত বক্তব্য রাখেন- ইসলামিক ফাউন্ডেশন সুপার-ভাইজার মিজানুর রহমান (পাঠান) প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দরা সনদ বিতরন করেন।