মো: কামাল হোসেন জনি:
কুমিল্লার নাঙ্গলকোটে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গত রোববার উপজেলার বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালীটি বটতলা থেকে শুরু করে পৌর বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে স্বেচ্চাসেবক লীগের কর্যালয়ে গিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
আলোচনা সভায় সাবেক শ্রমিক নেতা নুরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মজিবুর রহমান বাদল, সিএনজি-অটো রিক্সা মালিক-শ্রমিক ঐক্য পারিষদ সভাপতি আবু বক্কর ছিদ্দিক, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, কুমিল্লা জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, বাংলাদেশ কাবার্ড ব্যান, ট্রাক ও প্রিকাপ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া প্রমূখ।