কুমিল্লার নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য গ্রামের শাহজাহান শামীম। তিনি নাঙ্গলকোট উপজেলার একজন সফল খামারি। ১৪ বছর ধরে তিল তিল করে গড়ে তুলেছেন স্বপ্নের খামার। তার খামারের নাম শাহপরান ডেইরি এন্ড ক্যাটল। বর্তমানে তার ডেইরি ও মোটাতাজা করণ খামারে গরু আছে অর্ধশত। এর মধ্যে ডেইরি খামারে বাছুর’সহ ১৪টি ও মোটাতাজা করণ খামারে বিক্রির বাকী রয়েছে ১৪টি আবাল, ৭টি বকনা, ৭টি ষাঁড়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
শাহজাহান শামীম ২০০৭ সালে দেশীয় জাতের মাত্র ১টি গাভী দিয়ে যাত্রা শুরু করেন। পরবর্তীতে স্থানীয় প্রাণীসম্পদ অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে পর্যায়ক্রমে গরু বৃদ্ধি হয়ে ১৪ বছরে এখন তিনি সফল খামারি। এ ডেইরি খামার থেকে প্রতিদিন ২৫ লিটার দুধ বিক্রি করা হয়। গরু গুলোকে দেশীয় প্রযুক্তিতে লালন পালনের জন্য ৭২ শতক জমিতে ঘাস চাষ কেরেছেন তিনি ।