আব্দুর রহিম বাবলু:নাঙ্গলকোট (কুমিল্লা):
কুমিল্লার নাঙ্গলকোটে মানুষ চলাচলের শত বছরের পুরনো সরকারি কাঁচা রাস্তা কেটে চলাচলে অযোগ্য করেছে প্রভাবশালী একটি মহল। গত কয়েক দিন ধরে উপজেলার মৌকরা ইউপির মৌকরা গ্রামে তিলিপ-বেতাগাঁও- মগুয়া সড়কের সাবেক ইউপি সদস্য জালালের বাড়ির সামনে রাস্তা কাটায় চরম দূভোর্গে পড়েছেন জনসাধারণ।
গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখ গেছে, গত রবিবার তিলিপ-বেতাগাঁও- মগুয়া সড়কের সাবেক ইউপি সদস্য জালালের বাড়ির সামনে প্রায় ২০ ফুট রাস্তা কেটে ফেলেছে একই গ্রামের আবুল হোসেন ও তার ভাই আবুল খায়ের সহ ৮-১০ জনের একটি প্রভাবশালী মহল। এ সময় সাবেক ইউপি সদস্য জালাল বাঁধা দিলে তাকে প্রাণ নাশের হুমকি দেন। জানা যায়, রাস্তাটি দিয়ে প্রতিদিন মৌকারা মাদ্রাসার ছাত্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, পাশ্ববর্তী তিলিপ-বেতাগাঁও-মগুয়া গ্রামের শত শত লোক ও একই গ্রামের দু’শতাধিক পরিবার জনসাধারণসহ বিভিন্ন যানবাহন চলাচল করছেন।
এ বিষয়ে সাবেক ইউপি সদস্য জালাল জানান,‘আবুল হোসেন ও তার ভাই আবুল খায়ের সহ ৮-১০ জনের একটি প্রভাবশালী মহল লোকজন নিয়ে জোর পূর্বক শত বছরের পুরনো সরকারি রাস্তাটি কেটে ফেলে। এতে আমি বাঁধা দিলে প্রাণ নাশের হুমকি দেয় তারা।’
এ ব্যাপারে অভিযুক্ত আবুল খায়ের বলেন, ‘নকশা অনুযায়ী আমাদের জমি যতটুকু সে টুকুই কাটা হয়েছে। আপনারা সাংবাদিকরা যা পারেন লেখেন। আমার কিছুই যায়, আসে না।’
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানা বলেন, ‘রাস্তা কাটার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’