
নাঙ্গলকোট প্রতিনিধি:- নাঙ্গলকোটে এক স্কুল ছাত্রীকে ধর্ষনের দায়ে দায়ের করা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামী ও তার স্বজনরা।
গতকাল শনিবার ধর্ষিতার পিতা বিরুলী গ্রামের আবু তাহের নাঙ্গলকোট প্রেসক্লাবে জনার্কীর্ণ এক সংবাদ সন্মেলনে এ অভিযোগ করেন। তিনি তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত ৬ মার্চ রাতে তিনি স্থানীয় বাজারে এবং তার স্ত্রী কুমিল্লার একটি হাসপাতালে ছিলেন। তাদের অনুপস্থিতিতে রাত ১০টায় তার নবম শ্রেণীতে পড়–য়া মেয়ে রান্নাঘরে তরকারি গরম করতে গেলে বিরুলী গ্রামের কাজী আবদুস ছাত্তারের ছেলে কাজী আবুল কালাম মামুন মুখ চেপে ধরে তাকে পাশ্ববর্তী জঙ্গলে নিয়ে হত্যার ভয় দেখিয়ে জোর পুর্বক ধর্ষণ করে। আমি বাড়িতে এসে তাকে ঘরে দেখতে না পেয়ে চারদিকে খোজাখুজি করে পাশ্ববর্তী জঙ্গল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করি। এব্যাপারে আবু তাহেরের মেয়ে বাদী হয়ে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে একটি মামলা দায়ের করে। আদালত মামলাটি এফআইআর হিসাবে গন্য করার জন্য নাঙ্গলকোট থানাকে নির্দেশ দেয়। আসামী ও তার স্বজনরা মামলাটি তুলে নিতে বিভিন্ন ভাবে ভয়ভীতিসহ হুমকি দিয়ে যাচ্ছে। তিনি তার ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা প্রদানে প্রশাসনের সহযোগীতা কামনা করেছেন।