ষ্টাফ রিপোর্টার- নাঙ্গলকোট থানা পুলিশ অভিযান চালিয়ে হিজবুত তাহরীর সদস্য ও বেসরকারি ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রিপল-ই বিষয়ের শেষ বর্ষের ছাত্র রফিকুল ইসলাম মিয়াজীকে (২৬) গ্রেফতার করেছে। সে উপজেলার আদ্রা ইউপির বড় তুঘুরিয়া গ্রামের মুস্তফা কামাল মিয়াজীর ছেলে। শনিবার রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম পিপিএম বলেন, রফিকুল ইসলাম মিয়াজী হিজবুত তাহরীর সদস্য। সে রক্তিম দিগন্ত ফেইজ বুক আইডি ব্যবহার করে সরকার বিরোধী বিভিন্ন ধরণের উস্কানীমুলক বক্তব্য প্রচার এবং লিফলেট বিতরণ করে আসছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে আইসিটি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে।