
স্টাফ রির্পোটার:
১০ অক্টোবর সোমবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট থানার সামনে ভাড়া বাসা থেকে ৩ মাদকসেবীকে মাদকসেবন অবস্থা থেকে গ্রেফতার করে নাঙ্গলকোট থানা পুলিশ। এস আই রহিমের নেতৃত্বে গ্রেফতারকৃত মাদক আসক্তরা হলেন- মীর শওকত আলী ( ২৮) পিতা মীর গোলাম মোস্তফা, আরাফাত মজুমদার (৩০) পিতা র্মোশেদ আলম মজুমদার,গ্রাম- দাউদপুর দক্ষিনপাড়া, রবিউল হক সুমন (২৬) পিতা আবদুল হাকিম,গ্রাম ধাতীশ^র। এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব মুঠোফোনে জানান আমরা ৩জন মাদকসেবীকে মাদকসেবন অবস্থায় গ্রেফতার করেছি।
Please follow and like us: