তাজুল ইসলাম, নাঙ্গলকোট: নাঙ্গলকোটে শনিবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থীরা ৬টি ইউনিয়নে বিজয় লাভ করেছেন। বাঙ্গড্ডা ইউনিয়নে আ’লীগ সমর্থিত প্রার্থী শাহজাহান মজুমদার বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯ হাজার ৪’শ ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী কামাল হোসেন মজুমদার পেয়েছেন ১ হাজার ৮’শ ৪৬ ভোট। মৌকরা ইউনিয়নে আ’লীগ সমর্থিত প্রার্থী আবু তাহের বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩ হাজার ২’শ ৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী কলিমুল্লাহ পেয়েছেন ১ হাজার ৪’শ ৭৭ ভোট। ঢালুয়া ইউনিয়নে আ’লীগ সমর্থিত প্রার্থী নাজমুল হাছান ভূঁইয়া বাছির বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৮’শ ১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ জামাল হোসেন পেয়েছেন ৩’শ ৫৫ ভোট। মক্রবপুর ইউনিয়নে আ’লীগ সমর্থিত প্রার্থী গোলাম মর্তুজা মুকুল চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৬’শ ৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন ১ হাজার ৮’শ ৫ ভোট। সাতবাড়িয়া ইউনিয়নে আ’লীগ সমর্থিত প্রার্থী কাজী মো. ইয়াছিন বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩ হাজার ৯’শ ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী জালাল উদ্দিন দুলাল পেয়েছেন ৯৮ ভোট। এর আগে গত ১২ মে নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে অন্যান্য প্রার্থীরা প্রার্থীতা প্রত্যাহার করায় আ’লীগ সমর্থিত প্রার্থী মুক্তিযোদ্ধা অহিদুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।