
ইমরান হোসেন সোহান:
নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউপির কেশতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র কেশতলা গ্রামের আবুল হোসেনের পুত্র রফিকুল ইসলাম (৬) কে একই গ্রামের আহসান উল্যা শারীরিক নির্যাতন করে তার দু‘টি দাঁত ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে রফিকের পিতা নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কেশতলা গ্রামের আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম স্কুল চলাকালীন সময়ে তার সহপাঠি একই শ্রেনীর এবং একই গ্রামের আহসান উল্যার ছেলে গত ৬ই অক্টোবর আরমান তাকে কলম দিয়ে খোচা মারে। পরবর্তীতে রফিক আরমানের হাত ধরে পেলে, এ ঘটনাকে কেন্দ্র করে আরমানের বাবা স্কুলে এসে আহসান উল্যা শিশু রফিককে বেদম মারধর করে তার দু‘টি দাঁত ভেঙ্গে ফেলে গুরুত্বর জখম করে। পরে খবর পেয়ে রফিকের পিতা এগিয়ে আসলে তাকেও মারধর করে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বললে তিনি জানান
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইদুল আরীফ জানান