মো: কামাল হোসেন জনি:-কুমিল্লার নাঙ্গলকোটে গতকাল বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত মাধ্যমে পেরিয়া ইউপিতে অভিযান চালিয়ে ৩ চেয়ারম্যান প্রার্থী ও ৩ মেম্বার প্রার্থীকে নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামিরুল ইসলাম। দেওয়ালে পোষ্টার লাগাণোর অপরাধে ওই ইউপির চেয়ারম্যান প্রার্থী নৌকা প্রতীক প্রার্থী হুমায়ূন কবির মজুমদারের ২ হাজার টাকা, ধানের শীষ প্রতীক এডভোকেট আবুল বশর ২ হাজার টাকা ও স্বতন্ত্র ঘোড়া প্রতীক খোরশেদ আলম ২ হাজার টাকা জরিমানা করেন। এদিকে একই অপরাধে ওই ইউপির ৫ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোরগ প্রতীক বাবুল গাজির ২ হাজার টাকা, ফুটবল প্রতীক মজিবুল হকের ১ হাজার টাকা ও পাখা প্রতীক আবদুল্লাহ আল দুলাল ১ হাজার টাকা জরিমানা করেন।