সাইফুল ইসলাম-
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়ামে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় পুর্বের কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি গঠন করা হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হোসেন চেয়ারম্যানকে আহবায়ক, অধ্যক্ষ সাদেক হোসেন ভুঁইয়াকে যুগ্ন আহবায়ক ও অধ্যক্ষ আবু ইউছুফকে সদস্য সচিব করে ২বছরের জন্য এ আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জেলা পিপি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা (দক্ষিণ) জেলা আওয়ামীলীগের সভাপতি ও পরিকল্পনা মন্ত্রী আ,হ,ম মুস্তফা কামাল লোটাস এমপি। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন, রুহুল আমিন মোল্লা, উপজেলা আ’লীগ সহ-সভাপতি হুমায়ুন কবির ভিপি, উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আবু তাহের চেয়ারম্যান, নাঙ্গলকোট পৌর সভার মেয়র মনিরুজ্জামান, নব নির্বাচিত মেয়র ও উপজেলা যুবলীগ আহবায়ক আদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। আগামী ২০ এপ্রিল আহবায়ক কমিটির সদস্য সংখ্যা নির্ধারণ করে কমিটিতে অন্তর ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। দীর্ঘ ১০ বছর পর পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।