নাঙ্গলকোট প্রতিনিধি- নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে মাসব্যাপি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের অংশ হিসেবে গতকাল বুধবার এতিমদের নিয়ে কোরআন খতম উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ যুগ্ন আহবায়ক অধ্যক্ষ ছাদেক হোসেন ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব অধ্যক্ষ আবু ইউছুফ, আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর সেলিম জাহাঙ্গীর মজুমদার, আওয়ামীলীগ নেতা একেএম ফজলুল হক মজুমদার, যুবলীগ নেতা তৌহিদুর রহমান মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়া শাহীন, পৌরসভা যুবলীগ যুগ্ন আহবায়ক সহিদুল ইসলাম বেছু প্রমুখ। অনুষ্ঠান শেষে এতিমদের সাথে ইফতার এবং তাদের মাঝে ৩০টি পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।