নাঙ্গলকোট প্রতিনিধিঃ- কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ। গতকাল বুধবার উপজেলা ছাত্রলীগ বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় আনন্দ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রক্ষিণ করে। উপজেলা ছাত্রলীগ কার্যালয়ে উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মহিন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি মাসুদ আলম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পিন্টু, আবুল বাশার, আবু ইসহাক, আবদুল কাইয়ুম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, ছাত্রলীগ নেতা আবদুল আহাদ, শাকিল, হিরন, সাইমুন, ইয়াহিয়া, মনির, শাহনেওয়াজ, আজাদ, রুবেল, অভি, রিপন, শাকিল, শিমুল, পারভেজ, ইব্রাহিম খলিল প্রমুখ। বক্তারা উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস এমপি ও বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস,এম জাকির হোসাইনকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান। গত ৪মার্চ উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন নাঙ্গলকোট পৌর বাজারের একটি রেস্তোঁরায় দুপুরের খাবার খেতে বসলে একদল মুখোশধারী সন্ত্রাসী রেস্তোঁরায় ডুকে ধারালো অন্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্বক ভাবে জখম করে। ওই দিন কেন্দ্রীয় ছাত্রলীগ সুমনকে বহিষ্কার করে। ১০ এপ্রিল (মঙ্গলবার) বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস,এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আব্দুর রাজ্জাক সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।