
মাইন উদ্দিন দুলাল,নাঙ্গলকোট প্রতিনিধি :- বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ নাঙ্গলকোট উপজেলার শাখার আয়োজনে মত বিনিময় সভা গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওমীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন খানের সভা পতিত্বে মত বিনিময় সভা প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মডেল মহিলা কলেজ অধ্যক্ষ আবু ইউছুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সভাপতি সাবেক মেয়র একেএম মনিরুজ্জামান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা যুবলীগ যুগ্ম আহাবয়ক তৌহিদুর রহমান মজুমদার, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ সাধারণ সম্পাদক ইলিয়াছ মিয়া শাহিন। শ্রমিকলীগের যোগদান কারী শহিদুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন শ্রমিকলীগ নেতা আলী নোয়াব, মাইন উদ্দিন, আবুল হোসেন। অনুষ্ঠানে প্রায় শতাধিক নেতা কর্মী শ্রমিকলীগের যোগদান করেন। মত বিনিময় সভায় অতিথি বৃন্দ বক্তব্য বলেন শ্রমিকদের অযথা হয়রানি, চাঁদা বাজি এবং শ্রমিকদের কল্যাণ মূলক সকল কাজের সহযোগীতার আশ^াস দেন। শ্রমিকদের সমস্য নিয়ে মাননীয় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল লোটাস কামাল এমপির সাথে আলোচনা করা হবে।