নাঙ্গলকোট প্রতিনিধিঃ-
নাঙ্গলকোট উপজেলার পেড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী শাহ আলম মজুমদারের মত বিনিময় সভা গত শনিবার উপজেলা বি,এন,পি সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার নিজ বাড়ী নিশ্চিন্তপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে। আবু তাহের মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পেড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে বি,এন,পি থেকে মনোনয়ন প্রত্যাশী শাহ আলম মজুমদার পেড়িয়া ইউপি বি,এন,পি সাধারণ সম্পাদক গোলাম ফারুক বি,এন,পি নেতা আবু জাফর মেম্বার, মাষ্টার দেলোয়ার হোসেন, কৃষক দল সভাপতি আবুল কাশেম, যুবদল যুগ্ন আহ্বায়ক মাহমুদ মজুমদার, জাহাঙ্গীর হোসেন, আমিরুল ইসলাম সদস্য, হোসাইন (দাদা), জাকের হোসেন, ছাত্রদল আহ্বায়ক মনিরুল ইসলাম, যুগ্ন আহ্বায়ক মিনার, রফিকুল হাসান, ওমর ফারুক, সাহাবুদ্দিন প্রমুখ। সভায় বক্তারা উপজেলা বি,এন,পির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়া, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, জেলা বি,এন,পি নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের নিকট শাহ আলম মজুমদারকে ধানের শীষ প্রতিকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য জোর দাবী জানান।