নাঙ্গলকোট প্রতিনিধিঃ- পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, পেনশনসহ সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রাপ্তির দাবিতে নাঙ্গলকোট পৌরসভা কর্মকর্তা- কর্মচারীরা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পূর্ণদিবস কর্মবিরতির প্রথমদিন গতকাল সোমবার পৌর ভবনের সামনে পালন করেছে। এসময় নাঙ্গলকোট পৌরসভা মেয়র আবদুল মালেক, প্যানেল মেয়র মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন ভুঁইয়া তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। এসময় পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশনের সভাপতি মহসিনুর রহমান খাঁন, সাধারণ সম্পাদক আবদুল মন্নান, সহকারি প্রকৌশলী সাইফুর রহমান, অফিস সহকারি আলমগীর কবির চৌধুরী, কার্য সহকারি আমিরুল ইসলাম, হিসাব রক্ষক মর্জিনা আক্তার, কর আদায়কারী তোফায়েল আহমেদ মজুমদার, মাঈন উদ্দিন মজুমদার, নি¤œমান সহকারি নুরুন্নবী, স্বাস্থ্য সহকারি আবুল কালাম, বাজার পরিদর্শক ইয়াছিনসহ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।