নিজস্ব প্রতিবেদক:- কুমিল্লার নাঙ্গলকোট প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত রোববার বিকেলে ‘নাঙ্গলকোট প্রেস ক্লাব’ কার্যালয়ে আহবায়ক কমিটির এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য প্রেসক্লাবের কার্যকরী পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন আহবায়ক কমিটির আহবায়ক এএফএম শোয়ায়েব।
সভায় সকলের মতামতের ভিত্তিতে সাবেক সভাপতি ও আহবায়ক আহবায়ক এএফএম শোয়ায়েবকে (সাপ্তাহিক সময়ের দর্পণ) সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম-আহবায়ক মো. খোরশেদ আলমকে (সাপ্তাহিক নাঙ্গলকোট) এবং তোফায়েল মাহমুদ ভূঁইয়া বাহারকে (দৈনিক নব চেতনা) সাংগঠনিক সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে এইচএম আবুল খায়ের (দৈনিক ডাক প্রতিদিন), মো. সোহরাব হোসেন (দৈনিক আলোকিত বাংলাদেশ), আবুল কালাম আজাদ (বিজয় টিভি), যুগ্ম-সাধারণ সম্পাদক বারী উদ্দিন আহমেদ বাবর (দৈনিক যায়যায়দিন ও কুমিল্লার কাগজ), রতন মজুমদার (দৈনিক ভোরের ডাক), সহ-সাংগঠনিক তোফায়েল আহাম্মদ মজুমদার (দৈনিক সরেজমিন বার্তা), অর্থ বিষয়ক সম্পাদক শাখাওয়াত হোসেন (দৈনিক সংবাদ), সহ-অর্থ বিষয়ক সম্পাদক একেএম মারুফ হোসেন (দৈনিক কুমিল্লা প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহাম্মদ মজুমদার (কুমিল্লা টিভি ডট কম), ধর্ম বিষয়ক সম্পাদক এইচএম আজিজুল হক (সাপ্তাহিক কুমিল্লার দর্পণ), দপ্তর বিষয়ক সম্পাদক দুলাল মিয়া (দৈনিক সকালের খবর), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আজিম উল্লাহ হানিফের (দৈনিক বাংলার আলোড়ন) নাম ঘোষনা করা হয়। এছাড়াও আজিম উদ্দিন মাকসুদ (দৈনিক আমার সংবাদ), বেলাল হোসেন রিয়াজ (মোহনা টিভি), ওমর ফারুক (দৈনিক আমাদের সময়) ও রেজাউল করিম রাজুকে (দৈনিক জনতা) সদস্য করে ওই কমিটি গঠন করা হয়।