
নাঙ্গলকোট প্রতিনিধিঃ- মহান স্বাধীনতা দিবস ও বন্ধু সমাজ নাঙ্গলকোট এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং গত সোমবার নাঙ্গলকোট এ আর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৭০০ জনের ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। এসময় উপস্থিত ছিলেন-বন্ধু সমাজ নাঙ্গলকোটের উপদেষ্টা প্রান্ত মজুমদার, সভাপতি সিয়াম হোসেন, সহ-সভাপতি এস আই সৈকত, সাফায়েত হোসেন, শিহাব, সাধারণ সম্পাদক পারভেজ, সহ-সম্পাদক সোহেল, আরাফাত হোসাইন হৃদয়, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম জয়, সদস্য নুপুর, সানজিদা, সাদিয়া, তানিয়া, শিখা, তামান্না, নুসরাত, সায়না এবং অন্যান্য সদস্যবৃন্দ।
জানা যায়, ‘দিন বদলের সূচনা করুন, গরিব ও অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসুন’ এ শ্লোগানকে সামনে রেখে নাঙ্গলকোটের এক ঝাঁক তরুণ-তরুণীর সমন্বয়ে বন্ধু সমাজ নাঙ্গলকোট নামক সংগঠনটি অনেক সুনামের সাথে সামাজিক কাজ করে যাচ্ছে। অরাজনৈতিক এ সামাজিক সংগঠনটি দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, স্বেচ্ছায় রক্ত দান, ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পিং, শিক্ষা উন্নয়ন প্রোগ্রাম, সামাজিক উন্নয়নমুলক কাজ ও দরিদ্র, অসহায় মানুষের পাশে থাকার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।