
কুমিল্লার নাঙ্গলকোট বাইতুল উলুম ইসলামিয়া কাওমী মাদরাসায় শিক্ষা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যা বৃহস্পতিবার মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যাক মেগামল লিমিটেড চেয়ারম্যান, জামান্স ক্লিনিক এবং ম্যাক হসপিটাল ব্যবস্থাপনা পরিচালক রাজনীতিবিদ ও সমাজ সেবক আলহাজ্ব বশিরুজ্জামান খান।
অনুষ্ঠান শুরুতে নাঙ্গলকোট বাইতুল উলুম ইসলামিয়া কাওমী মাদরাসার শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠান শুরুতে নাঙ্গলকোট বাইতুল উলুম ইসলামিয়া কাওমী মাদরাসার শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যবসায়ী আব্দুল কাদির জামাল, নাঙ্গলকোট ট্রমা এন্ড জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার চাঁদ মিয়া মনির ভূঁইয়া, নাঙ্গলকোট উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ছালেহ আহমদ পাটোয়ারী।
অনুষ্ঠান শেষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন কলরব শিল্পীগোষ্ঠী।
Please follow and like us: